ন্যাভিগেশন মেনু

বার্সার ছয় পরিচালকের পদত্যাগ


বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ফুটবলারদের সঙ্গে বনিবনা হচ্ছে না বার্সেলোনার কয়েকজন কর্মকর্তার। বেতন কাটা নিয়েও হয়েছে ব্যাপক সমালোচনা। 

এবার দুই ভাইস-প্রেসিডেন্টসহ বার্সেলোনা ক্লাবের পরিচালনা বোর্ডের ছয়জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের কাছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় পদত্যাগপত্র পাঠান তারা।

ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ'র কাছে পদত্যাগপত্র জমা দেওয়া ৬ পরিচালক হলেন- ভাইস প্রেসিডেন্ট এমিলি রোউসান্দ এবং এনরিক তোম্বাস, পরিচালক সিলভিও এলিয়াস, মারিয়া তেক্সিদোর, হোসে পন্ত এবং জর্দি ক্লাসামিগ্লিয়া। এর মধ্যে মারিয়া তেক্সিদোর, জর্দি ক্লাসামিগ্লিয়া ছাড়া বাকিদের ক্লাব প্রেসিডেন্ট নিজেই সরে যেতে বলেছিলেন।

ছয়জনের সম্মিলিত এক চিঠিতে লেখা হয়েছে, ‘ক্লাব প্রেসিডেন্ট বার্তেমেউকে জানাতে চাই যে আমরা নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। বর্তমানে উদ্ভূত সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় ক্লাবের অবস্থান এবং পরিকল্পনার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নানান সম্পৃক্ততাও এখানে বড় বিষয়।’

ওআ