ন্যাভিগেশন মেনু

বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেপ্তার


বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করে কাতালুনিয়ার পুলিশ ফোর্স -দ্য মোসেস দ'এস্কুয়াদ্রা। একই দিনে বার্সার ক্লাব অফিসেও তল্লাসি চালিয়েছে পুলিশ। পুলিশের এক নারী মুখপাত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে মোট কতজন গ্রেপ্তার হয়েছেন, তা নিশ্চিত করা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনাসেরের সংবাদ অনুযায়ী, সোমবার সকালে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বার্তোমেউকে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই পরিচালক অস্কার গ্রাউ ও রোমান গোমেজ পন্তিকেও।

এছাড়া  পুলিশ স্টেশনে আনা হয় বার্তোমেউর পরামর্শদাতা জুমি মাসফেরারও তার সঙ্গে ছিলেন। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি-না তা নিশ্চিত করে জানায়নি সংবাদমাধ্যমটি।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল। পুলিশের এই অভিযান সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে বার্সেলোনার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওআ/