NAVIGATION MENU

বাসভবনে গিয়ে প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় প্রণব মুখার্জির মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দিল্লির বাসভবনে।

সকালেই প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন মোদির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানে সহ আরও শীর্ষস্থানীয় সেনাপ্রধানেরা।

সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যেহেতু তিনি করোনা পজিটিভ ছিলেন, তাই কোভিড প্রোটোকল অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। দিল্লিতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

এস এস