NAVIGATION MENU

বাহরাইনের প্রধানমন্ত্রী মারা গেছেন


বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাহরাইন রয়েল প্যালেস থেকে করা এক ট্যুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বাহরাইন নিউজ অ্যাজেন্সি (বিএনএ) জানিয়েছে, ‘তার মৃতদেহ দেশে আনা হলে দাফনের কাজ শুরু হবে। তবে করোনাভাইরাস বিস্তার রোধে নির্দিষ্ট সংখ্যক আত্মীয় জানাজায় অংশ নিতে পারবেন। বাহরাইনের বাদশাহ এক সপ্তাহ শোক ঘোষণা করেছেন। এছাড়া বৃহস্পতিবার থেকে তিনদিন পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি কাজকর্ম।‘

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড প্রিন্স খলিফার। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তিনি বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। বুধবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এমআইআর/এডিবি