ন্যাভিগেশন মেনু

বাহুবলে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত


হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার আব্দানারায়ণ কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা বেগম (৩৫), ফিরোজ মিয়ার মেয়ে মালেহা বেগম (৩৫) ও প্রাইভেটকার চালক।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, গাজীপুর থেকে  শুক্রবার ভোর রাতে ঈদুল আযহার ছুটিতে গার্মেন্টস শ্রমিক শাহিদা বেগম স্বামীসহ একই এলাকার তিন সহকর্মীকে নিয়ে প্রাইভেটকার যোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি মহাসড়কের দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও গার্মেন্টস কর্মী মালেহা নিহত হন এবং ৪ জন গুরুতর আহত হন।

তিনি জানান, আহত গার্মেন্টস কর্মী শাহিদা বেগম, আমিনুল ইসলাম, রুহুল মিয়া ও নাজমা বেগমকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শাহিদা মারা যান। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যান। নিহত প্রাইভেটকার চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এডিবি/