ন্যাভিগেশন মেনু

বাড়ছে মাল্টা চাষ


দেশের বিভিন্ন জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। আবহাওয়া অনুকূল ও মাটি ভালো থাকায় বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে ঝালকাঠি, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়

 এ বছর ৫শ মেট্রিক টন মাল্টা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে জেলাগুলোর চাষিরা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মাল্টা রপ্তানির আশা চাষিদের।

এ বছর ঝালকাঠিতে প্রায় ৩০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। রাসায়নিকমুক্ত বলে বাজারে এ ফলের চাহিদাও বেশ এবং  বাগান থেকেই প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ৮০ থকে ১’শ টাকা দরে।

এদিকে, দিনাজপুরের নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় এবার বাণিজ্যিকভাবে ৭ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। এখানে মাল্টা বিক্রি হচ্ছে কেজি প্রতি ১'শ ৪০ টাকা থেকে ১শ’ ৫০ টাকা দরে।

এছাড়াও , ব্রাহ্মণবাড়িয়াতেও দিন দিন বাড়ছে মাল্টার চাষ। স্বাদ ও মান ভালো হওয়ায় চাষিদের আশা এখানকার মাল্টা বিদেশে রপ্তানি করা সম্ভব।

ওয়াই এ/এমআইআর