ন্যাভিগেশন মেনু

বাড়িতেই তৈরি করতে পারেন মুখরোচক চিকেন নাগেট


সকালে কিংবা বিকেলে এমনকি বাচ্চাদের টিফিনের নাস্তায় চিকেন নাগেট খবই মুখরোচক একটা খাবার। ছোট থেকে বড়, যে কোনো বয়সের মানুষের কাছে অনেক মজার একটি নাস্তা এটি।  তবে খুব সহজেই স্বাস্থ্যকরভাবে বাড়িতেই বানিয়ে ফেলা যায় এই চিকেন নাগেট।

আসুন জেনে নিই যেভাবে তৈরি করবেন চিকেন নাগেটস  –

উপকরণ: 

চিকেন কিমা: ১ কাপ

পেঁয়াজ-বাটা: ১ চা-চামচ

 মরিচ-গুঁড়া: আধা চা-চামচ

 গোল-মরিচের গুঁড়া: আধা চা-চামচ

 আদা-বাটা: আধা চা-চামচ

রসুন-বাটা আধা চা-চামচ

 সরিষার গুঁড়া: আধা চা-চামচ

 সয়া সস: ১ চা-চামচ

 লেবুর রস: ১ চা-চামচ

 ব্রেড ক্রাম্ব: আধা কাপ

 কর্নফ্লাওয়ার: ১ চা-চামচ

 লবণ: পরিমাণ মতো

 ডিম: ১টি

 ভাজার জন্য তেল

ব্যাটারের জন্য: ময়দা আধা কাপ। ডিম ১টি। ব্রেড ক্রাম্ব ১ কাপ। লবণ পরিমাণ মতো। গোলমরিচ আধা চা-চামচ।

প্রস্তুত প্রণালী: 

নাগেটের জন্য দেওয়া সব উপকরণ মিশিয়ে নিন। নরম ডো তৈরি করুন। একটি প্লেটে চেপে চেপে ছড়িয়ে দিন। কুকি কাটার দিয়ে পছন্দ মতো নাগেটের আকারে কেটে নিন। এক ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। এতে নাগেটগুলো কিছুটা শক্ত হবে। ডিম, ময়দা, লবণ ও গোলমরিচ দিয়ে ব্যাটার তৈরি করে নিন। দরকার হলে একটু পানি দিতে পারেন। নাগেটসগুলো ব্যাটারে ডুবিয়ে, ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে একটু কম আঁচে বাদামি করে ভেজে নিন। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এস এ/এডিবি/