ন্যাভিগেশন মেনু

বাড়িতে বসেই করোনা টেস্টের সুবিধা দিচ্ছে সিকদার মেডিকেল


বেশিরভাগ ক্ষেত্রে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির হাতে আসতে দীর্ঘ সময় লাগে। আবার অনেক সময় এ ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে যাওয়ার অবস্থায়ও থাকেনা। এইসব সমস্যা সমাধানে এবার যে কেউ হাসপাতালে না গিয়ে বাড়িতে বসেই করতে পারবেন করোনাভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষা এবং নমুনা দেওয়ার মাত্র ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট পাবেন।

দেশের চিকিৎসাখাতের অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল দিচ্ছে এই বিশেষ সুবিধা।

এ সেবার জন্য যে কেউ হাসপাতালের ওয়েবসাইটে -- http://sikdermedical.com -- গিয়ে করোনাভাইরাস টেস্টের জন্য বুকিং করতে পারেন। অনলাইনে বুকিংয়ের পর হাসপাতাল থেকে মেডিকেল টিমের লোক পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়। এরপর সব রকম সুরক্ষাবিধি মেনে তা পাঠানো হয় ল্যাবে। বাসা থেকে নমুনা দিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য খরচ হচ্ছে মাত্র ৩ হাজার ৭০০ টাকা। আর কেউ চাইলে হাসপাতালে গিয়েও কোভিড-১৯ টেস্ট করাতে পারেন। সেক্ষেত্রে খরচ লাগবে ৩ হাজার টাকা।

এ ছাড়া বিদেশগামী যাত্রীরা সরকার-নির্ধারিত মূল্য আড়াই হাজার টাকায় আন্তর্জাতিক মানের আরটি-পিসিআর ল্যাবে কোভিড-১৯ টেস্ট করতে পারেন। বিদেশ যাওয়ার ২৪ ঘন্টা আগেই রিপোর্ট দেওয়া হয়। যাত্রী এবং বিমানবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কোভিড-১৯ টেস্ট রিপোর্ট যাচাই করতে পারবেন।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে দেশ-বিদেশের অভিজ্ঞ চিকিৎসক ও নার্স এবং অত্যাধুনিক যন্ত্রপাতি। করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য রয়েছে আলাদা ইউনিট। আইসোলেশন ওয়ার্ড ছাড়াও এখানে আরও রয়েছে ২০টি নতুন সিসিইউ ও আইসিইউ বেড, পিসিআর ল্যাব, ২৫টির বেশি ভেন্টিলেটর, নেবুলাইজার, কার্ডিয়াক মনিটর, বহনযোগ্য ডিজিটাল এক্স-রে মেশিন, সিটিস্ক্যান, ইসিজি, ইকো ও এমআরআই মেশিন এবং অত্যাধুনিক সুবিধাসম্বলিত কেবিন ও ওয়ার্ড।

বাংলাদেশে বেসরকারি চিকিৎসাসেবা খাতে শীর্ষস্থানে রয়েছে সিকদার মেডিকেলের নাম। ১৯৯২ সালে নারীদের জন্য চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে আলাদা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় এখানে।

২০০০ সালে গুলশানে প্রতিষ্ঠা করা হয় মেডিকেল কলেজ হাসপাতালটির দ্বিতীয় শাখা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দ্বিতীয় শাখাটিকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ রোগের চিকিৎসা উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে http://sikdermedical.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন যে কেউ।

ওআ/এডিবি