ন্যাভিগেশন মেনু

বা‌কেরগ‌ঞ্জে ১০৪০ টাকা দরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন


ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। এই ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম। 

রবিবার (১৪ জুন) বিকেলে কলসকাঠীতে অবস্থিত উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের এই অভিযান শুরু হয়।

উপজেলার প্রায় ৭৭৫ হেক্টর জমিতে এবার বোরো ধানের ভাল ফলন হওয়ায় সরকারের ধান ক্রয় অভিযানে কোনোরকম ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে কৃষিবিদদের অভিমত।

উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব তাই কৃষকের দিকে লক্ষ রেখে বোরো ধান ক্রয়ে কোনোরকম হেরফের সহ্য করবে না। মধ্যস্বত্বভোগী কেউ যেন কৃষকের অধিকারে হস্তক্ষেপ করতে না পারে সেদিকে আমরা নজরদারি করছি।

খাদ্য কর্মকর্তা রু‌বিনা পার‌ভিন জানান, এ বছর সরকারিভাবে প্রতিকেজি ধান ২৬ টাকা আর প্রতি মণ ১ হাজার ৪০ টাকা দরে সরকার বোরো ধান ক্রয় করবে। উপজেলার একমাত্র এই খাদ্য গুদামে সরকারি সিদ্ধান্ত অনুযায়ি এবার কৃষক থেকে ৯২ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুছা ইব‌নে সাঈদ বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের পরিশ্রম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতার ফসল। ধান উৎপাদনে এবার আমরা সরকারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। এখন অপেক্ষা কৃষক যাতে তাদের উৎপাদিত ধান সহজে এবং ন্যায্যমূল্যে বাজারজাত করতে পারে সেটি নিশ্চিত করা।

সিবি/এডিবি