NAVIGATION MENU

বিএনপিকে অন্ধ এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করার আহ্বান


বিএনপিকে অন্ধ এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী একথা বলেন।

এ সময় বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবকে বিএনপি নেতাদের চোখ আর কান পরীক্ষা করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ‘আমি রিজভী আহমেদসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাব, আপনারা আইএমএফ, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ওয়ার্ল্ড মনিটর, দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়ুন। আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু আপনারা এই রিপোর্টগুলো পড়েন না।’

তিনি বলেন, ‘দেশে যেখানে দরিদ্র ছিলো ৪১ শতাংশ, সেটি আজ ২০ শতাংশের নিচে। অতি দরিদ্র যেখানে ২৪ শতাংশ ছিলো, সেটি আজ ১১ শতাংশে নেমে এসেছে। এই রিপোর্ট বিএনপির নেতারা পড়েন না। উনারা চোখ থাকতেও অন্ধ, তাই এরকম আচরণ করছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশ এগিয়ে গেছে সেটি তাদের ((বিএনপি নেতাদের)) সহ্য হয় না। পদ্মাসেতু হয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। তাই জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের যে তথ্যচিত্র উপস্থাপন করেছেন জাতির সামনে, যেটি শুনে জাতি আশায় বুক বেঁধেছে, সেটি শুনে তাদের সহ্য হচ্ছে না। সেটি নিয়ে সমালোচনা করছে।’

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী প্রমুখ। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি এসএম জাকারিয়া হানিফ।

এমআইআর/এডিবি