ন্যাভিগেশন মেনু

রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ঢাকার


মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বেক্সিমকো ঢাকা।

শুক্রবার (৪ ডিসেম্বর) মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে তারা হারিয়েছে ২৫ রানে।

টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৫ রান করে মুশফিকুর রহিমের দল। জবাবে ১৫০ রানে অলআউট হয় রাজশাহী।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রুবেল-রবিউলের দুর্দান্ত বোলিংয়ে, দলীয় ১১ রানে বিদায় নেন দুই ওপেনার শান্ত-ইমন। আশীর্বাদ হয়ে আসা বঙ্গবন্ধু টি-২০ কাপের সুযোগটা এদিনও কাজে লাগাতে পারেননি মোহাম্মদ আশরাফুল। ফজলে মাহমুদ ক্যারিয়ার সেরা ৫৮ রান করলেও, বৃথাই গেছে তার প্রচেষ্টা। ৫ বল আগে ১৫০ রানে অলআউট হয় রাজশাহী।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেও ২৯ বলে ৩৭ রান করে আউট হন ঢাকার অধিনায়ক মুশফিক। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ৬৪ রান। স্কোর বোর্ডের এই দৈন্যদশা কাটাতে দায়িত্বশীল ব্যাটিং করেন ইয়াসির রাব্বি আর আকবর আলী। রাব্বি ১৭১ স্ট্রাইকিং রেটে ৬৭ রান করেন। আর টি-২০ তে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৫ রান করে, দলকে ১৭৫ রানের লড়াকু স্কোর এনে দেন আকবর আলী। শেষ ১০ ওভারে ১১১ রান তোলে বেক্সিমকো ঢাকা। এর সুবাদে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান। ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইয়াসির রাব্বি।

এমআইআর/এডিবি