ন্যাভিগেশন মেনু

বিএনপির পুননির্বাচনের দাবি অযৌক্তিক: কাদের


বিএনপির পুননির্বাচনের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিয়ম সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের হাঁকডাক তর্জন-গর্জনই সার মন্তব্য করে কাদের বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয়। নির্বাচন এলেই সরকার এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের অপতৎপরতা শুরু হয়। তারা সব সময় নির্বাচনকে বিতর্কিত করতে চাই। ’

বিএনপি আন্দোলনে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর ’। 

গণমাধ্যমের ওপর ভর করে বিএনপি টিকে আছে বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা যাতে অপপ্রচারের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা গুজব সৃষ্টি করে গণমাধ্যমকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

ওয়াই এ/ওআ