ন্যাভিগেশন মেনু

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: কাদের


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এ  মন্তব্য করেন। সভার শুরুতে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃ্ত্যুতে শোক প্রস্তাব পাঠ শেষে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ২০০১ সালের পর ক্ষমতায় এসে মানুষ হত্যা করেছে। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য তারা ৫শ জনের মিছিলও করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মানবিক দৃষ্টিতে খালেদা জিয়াকে মুক্ত করেছেন।’

বৈঠকে ১৫ সেপ্টেম্বরের মাঝে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া সীমিত আকারে দলের সাংগঠনিক কার্যক্রম চালানোর ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয় সম্পাদকমণ্ডলীর এই বৈঠকে।

এমআইআর/ওআ