ন্যাভিগেশন মেনু

বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুশাসনের কারণেই ওয়ান ইলেভেন: তথ্যমন্ত্রী


বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুশাসনের কারণেই ১/১১ সরকার এসেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হচ্ছিল। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারো সৃষ্টি হয়েছিল। সে সময় দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সে সময় বাংলাভাই, শেখ আবদুর রহমান সৃষ্টিসহ দেশের ৬৩ জেলায় একযোগে ৫শ স্থানে বোমা হামলা হয়েছে। ২১ আগাস্ট গ্রেনেড হামলা পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনাকে হত্যারও অপচেষ্টা হয়।’

তিনি বলেন, ‘এক/এগারো সরকারের উদ্দেশ্য ছিল মূলত জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে আমাদের আন্দোলনের কারণে খালাদা জিয়াও মুক্তি পেয়েছিলেন। ’

তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দু’টিই তুলনাহীন।

এমআইআর/এডিবি