ন্যাভিগেশন মেনু

করোনায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু


করোনাভাইরাস আক্রান্ত হয়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতানের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

বুধবার (২ ডিসেম্বর) ভ্যালেরি ফাউন্ডেশন ও তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এপি'র।

ভ্যালেরি ফাউন্ডেশনের বরাত দিতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিসকার দিসতান গত মাসে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা আক্রান্ত হয়ে মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে তার পারিবারিক বাসভবনে মারা যান। এ ছাড়াও বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি।

ভ্যালেরি ফাউন্ডেশন এক ট্যুইটে জানায়, ‘তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো এবং কোভিড-১৯-এ আক্রান্ত হবার কারণে তিনি মারা গেছেন।’

জিসকার দিসতান মাত্র ৪৮ বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে এমানুয়েল ম্যাক্রো ক্ষমতায় আসার আগে তিনি ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সর্বকনিষ্ঠ নেতা ছিলেন।

ওয়াই এ/এডিবি