ন্যাভিগেশন মেনু

এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা


দিনাজপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মমতা পল্লী উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএসডিএ’র নিবার্হী পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এসইউপিকের নিবার্হী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেনের।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম বলেন, সরকারের একটি মডেল সংগঠন হিসেবে এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের পার্টনার হিসেবে স্বচ্ছতার সাথে সরকারের কর্মসূচি এলাকার চাহিদা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। সরকার যে টেকসই উন্নয়নের জন্য ভিশন ঘোষণা দিয়েছেন সেখানে কাউকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

ড. মোঃ আব্দুস ছালাম বলেন, ২০০৪ সালে এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলেও ২০০৮ সালে দিনাজপুরে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে সারা দেশে ১ হাজার ১২০টি এনজিও সংগঠন কাজ করছে। এ যাবত দেশে ১৩০ কোটি টাকার কাজ হয়েছে।

সিবি/এডিবি