ন্যাভিগেশন মেনু

দিল্লি পুলিশের জালে ধরা পড়লো ৫ সন্দেহভাজন জঙ্গি


দিল্লি পুলিশের হাতে ধরা পড়লো পাঁচ সন্দেহভাজন জঙ্গি। এর মধ্যে তিন জন কাশ্মীরি, দু'জন পঞ্জাবি।

সোমবার (৭ ডিসেম্বর) কাকভোরে দিল্লি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর এই পাঁচ জঙ্গি ধরা পড়ে।

দিল্লি পুলিশের দাবি, পাক গুপ্তচর সংস্থা, আইএসআই ও খালিস্তানি আন্দোলনের সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিদের এক করতে চাইছে।

দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (স্পেশাল সেল) প্রমোদ কুশওয়াহার ইন্ডিয়ান টাইমসকে জানান, ধৃত দুই পঞ্জাবি গুরজিত সিং ও সুখদীপ সিং 'শৌর্য্য চক্র'-জয়ী বলবিন্দর সিংয়ের খুনের সঙ্গে জড়িত। গত অক্টোবরে খুন হন বলবিন্দর সিং। বাকি তিন জন কাশ্মীরি শাবির আহমেদ গোজরি, মহম্মদ আয়ুব পাঠান ও রিয়াজ রাঠোর।

প্রমোদ কুশওয়াহার জানান, নির্ভরযোগ্য একটি সূত্রে দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে খবর আসে, হিন্দু-ডানপন্থি নেতাদের খুনের ছক কষছে পাক গুপ্তচর সংস্থা, আইএসআই। আ তা কার্যকর করতে পার্শ্ববর্তী রাজ্যের কে-টু (কাশ্মীর-খালিস্তান) ডেস্ককে সক্রিয় করা হয়েছে।

তিনি জানান, সোমবার সকালে নির্দিষ্ট সূত্রে খবর আসে পঞ্জাবের দুই দুষ্কৃতী তিনি কাশ্মীরির থেকে টাকা নিয়েছে। সেই খবরের ভিত্তিতে দিল্লির লক্ষ্মীনগর অঞ্চলে অভিযান চালিয়ে এই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তার আগে পুলিশের সঙ্গে এই সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলির লড়াই হয়।

এ সময় ধৃতদের কাছ থেকে ২ কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া, এক লাখ টাকা, তিনটি পিস্তল ও দুটি কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, দিল্লির হিন্দু নেতাদের খুনে দুই পঞ্জাবি যুবককে কাজে লাগানোর পরিকল্পনা ছিলো। তিন কাশ্মীরির কাজ ছিলো এর জন্য তাদের টাকার জোগান দেওয়া।

পুলিশ আরও জানতে পারে, কাশ্মীরিদের কাজ ছিলো, মাদক বিক্রি করে অর্জিত অর্থ সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যয় করা। ধৃত এই তিন কাশ্মীরির মধ্যে দুইজন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। 

পুলিশকর্তার দাবি, ভারতে অশান্তি চালাতেই খালিস্তানি জঙ্গিদের সঙ্গে কাশ্মীরের জুড়ে দেওয়ার চেষ্টা করেছে আইএসআই।

এডিবি/