ন্যাভিগেশন মেনু

বিএসইসির কমিশনার হলেন আব্দুল হালিম


সদ্যসাবেক শিল্পসচিব মো. আবদুল হালিম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এক কমিশনারের শূন্য পদে নিয়োগ পেয়েছেন। এতে পূর্ণাঙ্গ রূপ পেল পাঁচ সদস্য বিশিষ্ট বিএসইসির কমিশন।

মঙ্গলবার (২ জুন) তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

উপ-সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধান প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হলো।

আব্দুল হালিম গত ২৭ মে শিল্প মন্ত্রণালয়ের সচিব থেকে অবসরে যান। তার নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ পর্ষদ পেল কমিশন। এর আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। পরে অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান কমিশনার হিসেবে গত ২০ মে বিএসইসিতে যোগ দেন।

ওআ/