প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবি হাইকোর্ট ঘোরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার বেলা ১১ টায় তারা হাইকোর্টের এ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেন।
এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিছিল নিয়ে শিক্ষাচত্বরের সামনে দিয়ে হাইকোর্টে প্রবেশ করেন। এই মুহুর্তে শিক্ষার্থীরা এ্যানেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
তারা 'এক দুই তিন চার, বিচারপতি গদি ছাড়', 'হাসিনার দালালেরা হুশিয়ারি সাবধান', 'অ্যাশন অ্যাকশন বিচারপতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, বিচারপতির ভবন ঘেরাও হবে,' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন,"আজকে দুপুর ১ টার মধ্যে ফ্যাসিবাদের মদদপুষ্ট প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা ড্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করব।"