ন্যাভিগেশন মেনু

বিচারপতির মৃত্যুতে স্থগিত থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম


বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য আমির হোসেনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ভার্চুয়াল বেঞ্চ এ সিদ্ধান্ত জানিয়েছেন।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল ও হাইকোর্ট বিভাগের আজকের মামলাগুলো সরাসরি আগামীকালের কার্যতালিকায় দেওয়ার নির্দেশ দেন।

বিচারপতি আমির হোসেন মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এস এ/এডিবি/