ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন এই তারকা গায়ক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বাবুল বলেন, রাজনীতি ছেড়েছিলেন একেবারে মন থেকে।’ কিন্তু রাজনীতি ছাড়া তাঁর উচিত হয়নি বলে বার বার বলতে শুরু করেন তাঁর বহু শুভাকাঙ্খী। মনের কথা শুনে তাঁর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে তাঁকে জানান বন্ধুরা৷ ফলে তিনি সিদ্ধান্ত বদল করেন। এবার তৃণমূলে যোগদানের পর তাঁর কাধে বহু দায়িত্ব বলেও মন্তব্য করেন বাবুল৷
২০১৪ সালে হঠাৎই বিজেপিতে যোগ দেন তিনি, লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে পশ্চিমবঙ্গের একটি আসনে জিতে চমকও দেখান।
পরের বার বিজেপির সাফল্যের সঙ্গে বাবুল আবারও নির্বাচিত হন। এবার নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও করেন বাবুলকে।
কিন্তু লোকসভার সদস্য হয়েও এবছর রাজ্য বিধান সভার নির্বাচনে প্রার্থী হন তিনি। তাতে ৫০ হাজার ভোটে হারতে হয় তাকে।
এরপর গত জুলাই মাসে মন্ত্রিসভায় রদবদলে বাবুল বাদ পড়েন। এরপর মোদি মন্ত্রিসভার রদবদলে ঠাঁই না হওয়ায় ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে।
এই নিয়ে ফেসবুকে তিনি ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ধোঁয়া যখন আছে, তখন নিশ্চিতভাবেই কোথাও আগুনও লেগেছে।
এরপর, ৩১ জুলাই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়!! নিজেকে একটু গুছিয়ে নিই তারপর।
তখন বিজেপির সভাপতি জেপি নড্ডা বৈঠক করে বাবুল সুপ্রিয়কে শান্ত করেছিলেন।
কিন্তু তার দুই মাসের মধ্যেই মমতার দলে যোগ দিলেন বাবুল, যে দলটিকে এখন বিজেপির প্রবল প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে।
ওআ/