ন্যাভিগেশন মেনু

দেশের মানুষকে ঝুঁকিতে না ফেলতে বিদেশফেরতদের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


দেশের মানুষকে ঝুঁকিতে না ফেলতে বিদেশ ফেরতদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেছেন, 'আপনারা ঘরে থাকুন। আপনাদের কারণে নতুন করে কেউ যেন সংক্রমিত না হয় সেই ব্যাপারে সচেতন হোন। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আপনাদের যা যা লাগবে সব দেওয়া হবে। প্রয়োজনে চিকিৎসা বাসাতেই হবে এমনকি খাবার-দাবারের ব্যবস্থাও আমরা করে দেবো।'

তিনি জানান, দেশে এখন পর্যন্ত ১৮ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালে আগামী ৭-৮ দিনের মধ্যে করোনার পরীক্ষাগার স্থাপন করা হবে।

তিনি জানান, দুই ধরনের টেস্টিং কিট দিয়ে বিভিন্ন ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত কিট রয়েছে। করোনা শনাক্তকরণে আরও ৫০ হাজার কিট অর্ডার দেওয়া হয়েছে।

এডিবি/