ন্যাভিগেশন মেনু

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনা: গেটম্যান বরখাস্ত


জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ দূর্ঘটনায় গেটম্যান সুমনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান।

এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন ১২ যাত্রী।

এদিকে ১২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল।

এছাড়া এ দুর্ঘটনায় জিআরপি সান্তাহার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসিরুদ্দিন এবং সদস্যরা হলেন, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী আশিস কুমার, বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম ও বিভাগীয় মেডিকেল অফিসার শাকিল আহমেদ।

এস এ/এডিবি