ন্যাভিগেশন মেনু

বিধিনিষেধে বাইরে বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার ২৫১


রাজধানীতে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে ২৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের একটি সূত্র বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্র জানায়, ‘মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধিনিষেধে কারণে অকারণে মানুষ রাস্তায় বের হচ্ছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ১৮তম দিনে ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৭৪ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৬৮টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করেছে ১০ লাখ ৪৫ হাজার টাকা।’

ডিএমপি সূত্র আরও জানায়, ‘সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপির ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন ও গোয়েন্দা ডিভিশন মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।’

এমআইআর/ওআ