ন্যাভিগেশন মেনু

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ: ৪৮৯ যাত্রীকে সাড়ে ৮৮ হাজার টাকা জরিমানা


বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪৮৯ যাত্রীর কাছ থেকে জরিমানা ও ভাড়াসহ ৮৮ হাজার ৫৮০ টাকা আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ স্টেশনে ৫টি আন্ত:নগর ট্রেনে আকস্মিক ব্লক চেকিং চালানোর সময় রেল কর্মকর্তারা এই জরিমানা ও ভাড়া আদায় করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বিকেল ঈশ্বরদী জংশন, নাটোর, সান্তাহার, জয়পুরহাট ও বিরামপুর রেল স্টেশনে স্টপেজ হওয়া  ৫৭ নম্বর ঈশ্বরদী-রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস, ৭৩৩ নম্বর রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস, ৭৩২ নম্বর চিলাহাটি-রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, ৭২৭ নম্বর (আপ) খুলনা-চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ও ৭২৮ নম্বর (ডাউন) রূপসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ব্লক চেকিং পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকেটের ৪৮৯ জন যাত্রীর  কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয় ৮৮ হাজার ৫৮০ টাকা।

এই অভিযানে নেতৃত্ব দেন, রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাকশী বিভাগীয় পরিবহণ পরিদর্শক (টিআইসি) এ কে এম নুরুল আলম, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল মাবুদ, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, ইয়াসির আরাফাত, বরকত উল্লাহ, আল-আমিন, গোলাম কিবরিয়াসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ডিসিও ফুয়াদ হোসেন আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, যাত্রীসেবা বাড়াতে ও টিকেটধারী যাত্রীদের স্বাচ্ছন্দে ট্রেনভ্রমণ নিশ্চিত এবং বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের সংখ্যা কমিয়ে আনতে পাকশী বিভাগের রেল কর্মকর্তারা ট্রেনে অভিযান পরিচালনা করছেন। এই অভিযানে পাঁচটি আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪৮৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৯ হাজার ২০ ও জরিমানা বাবদ ২৯ হাজার ৫৬০ সহ মোট ৮৮ হাজার ৫৮০ টাকা আদায় করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জে এইচ/এস এ/এডিবি