ন্যাভিগেশন মেনু

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম ‘ফলিত পরিসংখ্যান’ করার হোক।

অনশনের গত ২৪ ঘণ্টায় ৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন মোবাশশির উল্লাহ, সোহাগ, নিশি খাতুন, আবিদ হাসান ও তপশ্রী শারনাল।

এদের মধ্যে তিনজন রাতে এবং বাকী দুইজন সকালে অসুস্থ হয়। তাঁরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  অনশনরত এক শিক্ষার্থী বলেন, 'সকাল থেকে এই পর্যন্ত কোন শিক্ষক ও প্রশাসনের কেউ আমাদের দেখতে আসেননি। উপাচার্য স্যার রাজশাহীর বাইরে আছেন। তিনি আসলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।'

এ সময় তিনি আরও বলেন, বিভাগ পরিবর্তনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

ওয়াই এ/এডিবি