ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়।
এ দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।