ন্যাভিগেশন মেনু

বিমানবন্দর থেকে এক কোটি ১৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রপ্তানি কার্গো ভিলিজ থেকে সৌদি আরবে পাচারের সময় ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস ও অ্যাভসেক সদস্যরা। চালানটির আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ টাকা।

শুক্রবার ১৬ (অক্টোবর) সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১০টায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভসেক এসব ইয়াবা উদ্ধার করে।

ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, ‘রপ্তানি কার্গোর নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের এভসেক সদস্যরা তৈরি পোশাকের চালানের কার্টনের সঙ্গে পাচার হতে যাওয়া আনুমানিক ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করে।’

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মারুফুর রহমান।

ওয়াই এ/এডিবি