ন্যাভিগেশন মেনু

চ্যালেঞ্জিং স্কোর গড়েও হারল অস্ট্রেলিয়া


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে রবিবার (৬ ডিসেম্বর) মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া ও ভারত। হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসে শেষ ওভারে ম্যাচটি জিতে নিয়েছে বিরাট কোহলির দল। একইসঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

১৯৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় ভারতের। ওপেনিং জুটিতে লোকেশ রাহুল ও শেখর ধাওয়ান জমা করেন ৫৬ রান। ২২ বলে ৩০ রান করে আউট হন রাহুল। অন্যদিকে ধাওয়ান তুলে নেন হাফসেঞ্চুরি। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৫২ রান করেন তিনি।

এছাড়া বিরাট কোহলি ২৪ বলে করেন ৪০ রান। তিনি হাঁকান সমান দুটি চার ও ছয়। এছাড়া সাঞ্জু স্যামসন করেন ১০ বলে ১৫ রান।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২২ বলে ৩ চার ও ২ ছয়ে ৪২ রান করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন শ্রেয়াস আইয়ার। ৫ বলে ১২ রান করেন এ ব্যাটসম্যান।

এর আগে, টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ডি আর্কি শর্টকে সঙ্গে নিয়ে অজিদের পক্ষে ইনিংস উদ্বোধন করতে আসেন ফিঞ্চের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া ম্যাথু ওয়েড। ঝড়ো ব্যাট করে ওপেনিং জুটিতে ৪৭ রান সংগ্রহ করে অজিরা। ৯ রান করে ফিরে যান শর্ট। তবে হাফসেঞ্চুরি তুলে নেন ওয়েড। ৩২ বলে ১০ চার ও ১ ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। তিনি করেন ৩৮ বলে ৪৬ রান। এছাড়া ম্যাক্সওয়েল ১৩ বলে ২২, হেনরিকস ১৮ বলে ২৬ ও স্টোয়নিস ৭ বলে ১৬ রান করলে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় অজি শিবির।

ম্যাচে ভারতের সেরা বোলার নটরাজন। ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া শার্দূল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল প্রত্যেকে নেন একটি করে উইকেট।

এমআইআর/ওআ