ন্যাভিগেশন মেনু

বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় করোনা আক্রান্ত ডা. জীবেশ


করোনাভাইরাস আক্রান্ত বগুড়া মেডিকেল কলেজের চিকিৎসক জীবেশ কুমারকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়।

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিষেবা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় মেডিকেল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়। 

ডা. জীবেশ কুমার করোনাভাইরাস আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এডিবি/