ন্যাভিগেশন মেনু

বিশ্বকাপের মেডেল খুইয়েছেন জফরা আর্চার


জফরা আর্চার ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মূল নায়ক। বেশ অল্প বয়সেই চ্যাম্পিয়ন হয়ে গলায় পরেছেন বিজয়ী মেডেল। তবে সেই আরাধ্য মেডেলটিই হারিয়ে ফেলেছেন আর্চার।

বিবিসি রেডিও ফাইভের লাইভে আর্চার বলেন, ‘একজন আমার একটা ছবি এঁকে পাঠিয়েছিল। সেটা দেয়ালে যেখানে লাগিয়েছি আমি, সেই ছবির ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম। কিন্তু আমি ফ্ল্যাট বদলেছি। নতুন বাসার দেয়ালে ছবিটা ঠিকই আছে, কিন্তু মেডেলটা পাইনি। গত এক সপ্তাহে আমি পুরো বাড়িতে সব দেখেছি। তারপরও পাইনি মেডেলটা।’

তিনি বলেন, ‘আমি জানি, এটা বাড়িতেই কোথাও থাকার কথা। আমি সবকিছুই দেখছি। কিন্তু পাচ্ছি না। এটা খুঁজতে খুঁজতে আমার পাগল হওয়ার অবস্থা।’

রেডিও লাইভে বিশ্বকাপের ফাইনালের স্মৃতি স্মরণ করে আর্চার বলেন, ‘সুপার ওভারে যাওয়ার ওয়ার্মআপ করার আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না আমাকেই বল করতে হবে। তবে এর মানে এই নয় যে, আমি অনিচ্ছুক ছিলাম। আমি আসলে ভাবতে পারিনি যে দায়িত্বটা আমাকেই নিতে হবে। কারণ স্কোয়াডের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছি আমি। অথচ সেই ওভারেই ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। ব্যাপারটি আসলে ঘটে গেছে।'

প্রসঙ্গত, শুরুতে বিশ্বকাপের প্রাথমিক দলেও সুযোগ পাননি জফরা আর্চার। শেষ মুহূর্তে জায়গা পাওয়া সেই আর্চারই হয়ে উঠলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মূল নায়ক। সুপার ওভারে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।

এমআইআর