ন্যাভিগেশন মেনু

বিশ্বকাপে ভরসা মিডলঅর্ডাররা


ইংল্যান্ডের উইকেটগুলো হচ্ছে ব্যাটিং স্বর্গ। তাই বিশ্বকাপে ভালো খেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ভালো খেলার বিকল্প নেই।

বিশ্বকাপের আগেই ক্রিকেট বিশেষজ্ঞগণ তাদের সোস্যাল মিড়িয়াতে এধরণের মতামত পেশ করেন। তাঁরা বলেন বড় স্কোরের জন্য প্রত্যকটি দলের মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। বিশ্বকাপ উপলক্ষে সব দেশের সাবেক খেলোয়ার ও ক্রিক্রেট বিশেষজ্ঞগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত পেশ করছেন।

এ কথা বাংলাদেশের উপরও বিদ্যমান। এছাড়া এর আগে বাংলাদেশের অধিকাংশ সাফল্যই এসেছে ব্যাটসম্যানদের হাত ধরেই। বোলাররা সহায়ক ভূমিকা পালন করেছেন। তাছাড়া দলের বড় স্কোর এর ক্ষেত্রে মিডলঅর্ডারদের ভালো খেলার কোন বিকল্প নেই।

একথা অনায়াসে বলা যায়- টাইগারদের ব্যাটিংয়ের মূল শক্তি মিডলঅর্ডার। কারণ মিডলঅর্ডারে রয়েছে সবচেয়ে অভিজ্ঞ খোলায়াররা। এদের রয়েছে একধিক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা।

আরো পড়ুনঃ

টি-২০ ট্রফি ঘরে তুলতে মুখিয়ে বাংলাদেশ

মিডলঅর্ডারে তিন নম্বরে রয়েছেন- সাকিব আল হাসান, চারে মুশফিকুর রহিম, পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদ, ছয়ে মোহাম্মদ মিথুন। মূলত: বাংলাদেশের এই চারজনই ভরসা আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে।

বাংলাদেশ ক্রিক্রেট দল ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠা ও ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনেও মুখ্য ভূমিকা রেখেছে মিডলঅর্ডার ব্যাটসম্যানরা।

এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বলা যায় চার ব্যাটসম্যানের সাফল্য ও ব্যর্থতার ওপর অনেকাংশে নির্ভর করছে দলের ভাগ্য। এবার মিথুন প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। আর তাই যোগ্যতা দেখানোর সুযোগ পেয়েছেন।

সকল  আপডেট সংবাদ পেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট