ন্যাভিগেশন মেনু

বিশ্বকাপ জয়ে আমাদেরও সম্ভবনা আছে: মাশরাফি


বিশ্বকাপের আগে প্রথম শিরোপা জয় করলো বাংলাদেশ ক্রিকেট দল।যা বিশ্বকাপে বাড়তি প্রেরণা জোগাবে মাশরাফি বাহিনীকে।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ জয় বিচিত্র কিছুই নয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ এক নয়।বিশ্বকাপে আমাদের ভালো কিছু করতে হলে সবাইকেই ভালো খেলতে হবে।

ত্রিদেশীয় সিরিজে তামিম, সাকিব, মুশফিকসহ সিনিয়ররা সবাই ভালো করেছেন। এখন বিশ্বকাপে আমাদের সবাইকে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। এত বড় টুর্নামেন্ট, এতগুলো ম্যাচ। শুধু দু-একজন ভালো খেললে হবে না।

তিনি আরও বলেন, আমাদের যে ব্যাটসম্যানরা আছে, বড় রান আমাদের পক্ষেও করা সম্ভব। আমাদের মতো দলের জন্য ৯টি ম্যাচ টানা ভালো খেলা কঠিন। শুরুর দিকে এক-দুটি ম্যাচ জিতে গেলে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারব।

তবে আমাদের প্রথম দুটি ম্যাচই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। পাঁচটি ম্যাচ জিতলেই নাকি সেমিফাইনালে ওঠা যাবে। কিন্তু আমার ধারণা, সেমিফাইনাল নিশ্চিত করতে হলে অন্তত ছয়টি ম্যাচ জিততে হবে।

ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মত বিশ্বকাপে খেলতে আসা সব প্রতিপক্ষ দল গুলো ভালো খেলেন। এখানে সবাই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেই  জিতবে।

বাংলাদেশের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদেরও সম্ভাবনা আছে।আমরা সেমিফাইনালে খেলতে চাই। যদিও কাজটা সহজ নয়। কারণ, বিশ্বকাপে সবাই কঠিন প্রতিপক্ষ। যদি সেমিফাইনালে উঠেই যাই, তবে ফাইনালই-বা খেলব না কেন!

এস এ / এসএস