ন্যাভিগেশন মেনু

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, কাতার, ওমান, আফগানিস্তান


বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপে ভারত, কাতার, ওমান, আফগানিস্তান। বুধবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়।

৪০ টি দল থেকে মোট ১২ দল পাবে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের টিকেট। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ-মোট এই ১২ দল সরাসরি এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে।

গ্রুপের প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পরষ্পরের বিপক্ষে খেলবে। ম্যাচগুলো হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৯ জুন পর্যন্ত। বাংলাদেশের গ্রুপের মধ্যে স্বাগতিক কাতারের অবস্থান ৫৫তম, ওমান ৮৬তম, ভারত ১০১তম, আফগানিস্তান ১৪৯তম এবং বাংলাদেশ ১৮৩তম।

২০২২ সালের ২১ নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। ফাইনাল হওয়ার কথা ১৮ ডিসেম্বরে।

তাছাড়া, এই ১২ দল সরাসরি এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে এবং পরের সেরা ২৪ দল নিয়ে আলাদা আরেকটি বাছাই পর্ব হবে, সেখান থেকে নির্ধারিত হবে চীনে ২০২৩ সালের এশিয়ান কাপের বাকি দলগুলো।

এমআইআর