ন্যাভিগেশন মেনু

বিশ্বের প্রথম ‘ট্রাম লাইব্রেরি’ কলকাতায়


বিশ্বে প্রথমবারের মত 'ট্রাম লাইব্রেরি' পেতে যাচ্ছে কলকাতা। বুধবার  খবরটি জানিয়েছে এনডিটিভি। 

পশ্চিমবাংলার ট্রান্সপোর্ট করপোরেশনের (ডব্লুউবিটিসি) ব্যবস্থাপনা পরিচালক রাজানভির সিং কাপুর জানিয়েছেন,  সকল পর্যায়ের পাঠকদের আকৃষ্ট করতে সরকারি চাকরির পরীক্ষার বই থেকে শুরু করে ক্যাডার সার্ভিস ডব্লুউবিসিএস, জিআরই ও জিম্যাট-এর বই সহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের  বই থাকবে।

বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি। সেক্ষেত্রে কলকাতায় এটা নতুন উদ্যোগ। যা সবার দৃষ্টি কেড়েছে। 

বৃহস্পতিবার উদ্বোধন করা হবে বিশ্বের প্রথম 'ট্রাম লাইব্রেরি' যা কলকাতার শ্যামবাজার থেকে শুরু করে এসপ্ল্যানেডে হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার পথে নিয়মিত চলবে।

ট্রামটির চলার পথে প্রায় ৩০টি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, হিন্দু স্কুল, হারে স্কুল এবং কলকাতা গার্লস স্কুল।

১৯০২ সালে কলকাতায় চালু হয়েছে এই ট্রাম। এবার যাত্রীদের জন্য এটি যাত্রা’র নবদ্বার উন্মোচন করবে।

এস এস