ন্যাভিগেশন মেনু

বিশ্বে করোনায় একদিনে আট হাজারের বেশি মৃত্যু, সর্বাধিক যুক্তরাষ্ট্রে


চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

এরমধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭০২ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৬ জনের।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৩৬ জন। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ৯২০ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৭৪ হাজার ৯০৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৩১৮। এরমধ্যে মারা গেছেন ৫১ লাখ ৩৮ হাজার ৪৯০ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৩ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৯৫ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৯১ লাখ ৮২ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৫৯ হাজার ৮৪ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৭৫৩ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ২৪৮ জন। এসময়ে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২০১ জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৩৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ৬৬১ জন এবং মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ৮৯৮ জনে।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার ১৫৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ইরানে ১২৫ জন, তুরস্কে ২২৯ জন, ইউক্রেনে ৭৬৯ জন, পোল্যান্ডে ৪৬৩ জন, ফিলিপাইনে ৩০৯ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৩৭ জন।