ন্যাভিগেশন মেনু

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৮২২৩, সর্বাধিক যুক্তরাষ্ট্রে


বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এরমধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে  যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯২৭ জন। একইসময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫৭৯ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২২৩ জন। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৯৯ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ২০ হাজার ৭৭৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৮১৯। এরমধ্যে মারা গেছেন ৪৭ লাখ ২১ হাজার ৬৮৬ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ৫৬৯ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। যা এখনও অব্যাহত রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩০২ জন। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ ৯৬ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৩০ হাজার ২৫ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৭৭ জনের। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৪৫ হাজার ৮০১ জন। আর তিন কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০৭ জন সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮৫ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১২ লাখ ৪৭ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন দুই কোটি দুই লাখ ৮০ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮৪ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।

এস এ/এডিবি/