NAVIGATION MENU

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ১৭ লাখ ছাড়িয়েছে


বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে ও মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১২ লাখ ৭৮ হাজার ৫৩৯ জনে।

তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৮৩ জন।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ি, এই মহামারি এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার ইউরোপ। বিশ্বে করোনায় মৃত্যুর ২৪ শতাংশই এই অঞ্চলে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৬৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

এদিকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৩৫ হাজার ৭৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬১৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২৮৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৮৪২ জন।

ওয়াই এ/এডিবি