ন্যাভিগেশন মেনু

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৬৯৮


চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখের বেশি মানুষ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে রাশিয়া। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৫৬ ও মৃত্যু হয়েছে ৭৯০ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৯৮ জন। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৪৭৯ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৯০ হাজার ৪৬১ জন।

বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৮৮ হাজার ৩৩৪ জন এবং শনাক্ত হয়েছেন ২২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৯৩০ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ১৯ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৫৫৬ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি আট লাখ পাঁচ হাজার ৭৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৬ হাজার ২১৯ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৩৫ হাজার ২৭৮ জন। গত একদিনে মারা গেছেন ২৩৬ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪১ হাজার ৭৫ জন। সেরে উঠেছেন তিন কোটি ২২ লাখ ১৭ হাজার ৪৬২ জন। গত একদিনে মারা গেছেন ২৯০ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৬৬০ জন। গত একদিনে মারা গেছেন ২৩৮ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৭ নম্বরে।

এসএ/এডিবি/