ন্যাভিগেশন মেনু

বিলেত জয় করে নিল বিশ্ব চ্যাম্পিয়ান খেতাব


শেষতক বিশ্ব চ্যাম্পিয়ান খেতাব অর্জন করল ইংল্যান্ড। ক্রিকেটের জন্মদাতা দেশটি এর আগে একবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি।

যদিও এর আগে ফাইনাল খেলা হয়েছে ১৯৭৯, ১৯৮৭, ১৯৯২সালে, তিনবার ফাইনালে ইংলিশদের স্বপ্ন কেড়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া আর পাকিস্তান। এতবার ফাইনাল খেলে বিশ্বকাপ না-জেতার দুঃখ আর কোনো দলেরই ছিল না।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার পর দলটি নতুন করে ঢেলে সাজিয়েছিল ইংল্যান্ড।

২০১৯ সালে ঘরের মাঠে বিশ্বকাপ। সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল ইংল্যান্ড। গড়ে তুলেছে  ভীষণ শক্তিশালী এক ব্যাটিং অর্ডরার। সঙ্গে দুর্দান্ত বোলিং আক্রমণ। আর নিখুঁত ফিল্ডিং তো আছেই।

লো-স্কোরিং ম্যাচ কী পরিমাণ উত্তেজনার তৈরি করতে পারে তার প্রমাণ কালকের ফাইনাল। বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ম্যাচ। বিশ্বকাপ ক্রিকেটে এমন ফাইনাল আগে দেখা যায়নি।

দলের নির্ধারিত ১০০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও টাই! আসলে খুব অদ্ভুত একটি নিয়মের মারপ্যাঁচে পড়ে হার নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। বাউন্ডারিসংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে ইংল্যান্ড বিজয়ী দল।

উল্লেখ্য, গত চার বছরের সব চেষ্টা অবশেষে সফল হয়েছে ইংল্যান্ডের। এর আগে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য জিতেছিল। অবশেষে গর্ব করার মত ক্রিকেটের মুকুট পেল ক্রিকেটের মহারাজারা।


এমআইআর /এসএস