ন্যাভিগেশন মেনু

বিশ্ব মেরুদণ্ড দিবসে সিকদার মেডিকেলে বিশাল ছাড় পেলেন রোগীরা


ষোল অক্টোবর বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে অবস্থিত জয়নুল হক সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের ২ নম্বর ইউনিটে রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং রোগ নির্ণয় সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশাল ছাড় প্রদান করা হয়।  

বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৭০ জন রোগীরা এই কর্মসূচির আওতায় ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা গ্রহণ করেন।

মাত্র ৩,০০০ টাকায় এমআরআই স্ক্যান এবং পাশাপাশি সিটি স্ক্যানসহ রোগ নির্ণয় সংক্রান্ত প্রতিটি পরীক্ষা-নিরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়।

ত্রিশ জন রোগী এমআরআই স্ক্যান এবং বাকি ৪০ জন রোগী রোগ নির্ণয় সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই সেবা গ্রহণ করেন।

এতো কম খরচে এমআরআই সেবা গ্রহণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মো. রাব্বি নামের একজন রোগী। তিনি সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, “বেসরকারি হাসপাতালগুলোতে এমআরআই করাতে সচরাচর ৭ থেকে ৮ হাজার টাকার প্রয়োজন হয়। কিন্তু সিকদার মেডিকেলের এই উদ্যোগটি আমার মতো রোগীদের জন্য স্বস্তি বয়ে এনেছে।”