ন্যাভিগেশন মেনু

বিসিবি'র কর্তা হিসেবে নাফীসের প্রথম সফর শ্রীলঙ্কা


শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার (১২ মার্চ) ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার বিসিবি'র ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে তামিমদের সঙ্গী হচ্ছেন টাইগারদের সাবেক তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।

বিসিবির কর্তা হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে সফরে যাচ্ছেন শাহরিয়ার।

এ বিষয়ে সংবাদকর্মীদের নাফীস বলেন, ‘আলহামদুলিল্লাহ, নতুন পদ, নতুন দায়িত্ব। দোয়া করবেন যেন সফলভাবে কাজ করতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ২১ জনের প্রাথমিক দলের সঙ্গে কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে মোট ৪১ জন যাচ্ছেন শ্রীলঙ্কায়।

আগামী ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলেতে হবে প্রথম টেস্ট। এরপর ২৯ এপ্রিল থেকে একই মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এমআইআর/এডিবি/