ন্যাভিগেশন মেনু

বিহারে চলছে ৭৮ আসনে ভোট


বিহারে  শেষদফায় ৭৮ আসনে চলছে নির্বাচন। কোশি-সীমাঞ্চল এলাকার ১৯টি জেলায় ছড়িয়ে এই ৭৮টি আসন। মোট ১ হাজার ২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ভোট দেবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার।

শনিবার সকাল ৭টার সময় করোনা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। যে ১৯টি জেলায় এই পর্বে ভোট হচ্ছে তার মধ্যে বিহারের সবচেয়ে বেশি করোনা প্রভাবিত ১০ জেলাই রয়েছে।

স্বাভাবিকভাবেই, ভোটকেন্দ্রগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে ভোটকেন্দ্রের বাইরের ছবিটা আগের মতোই বিপজ্জনক।

বিধানসভা নির্বাচনের পাশাপাশি বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচনেও চলছে ভোটগ্রহণ। জনতা দল ইউনাইটেডের সাংসদ বৈদ্যনাথ মাহাতোর মৃত্যুতে এই কেন্দ্রটিতে হচ্ছে উপনির্বাচন।

এখানে সরাসরি লড়াই জেডিইউ (JDU) এবং কংগ্রেসের (Congress) মধ্যে। করোনা সংকট উপেক্ষা করে বিহারের প্রথম দু’দফায় বেশ ভাল হারেই ভোট পড়েছে। তৃতীয় দফাতেও সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দিতে অনুরোধ করেছেন। এদিন সকালে এক টুইটে প্রধানমন্ত্রী বলেন,”আজ বিহারের তৃতীয় পর্বের ভোটগ্রহণ।

সব ভোটারদের কাছে আমার অনুরোধ বড় সংখ্যায় ভোটগ্রহণ করুন এবং ভোটদানের নতুন রেকর্ড গড়ুন। আরজেডি নেতা তেজস্বী যাদবও বিহারবাসীকে ভোটদানে উৎসাহিত করেছেন।

এস এস