NAVIGATION MENU

করোনা: দেশে গত একদিনে ৫৭ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৭


করোনাভাইরাস আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৪৫০ জনে পৌঁছেছে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে পৌঁছেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, বরিশালে ২ জন, সিলেটে ৫ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ২৫ জন নারী।

গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইআর/এডিবি/