ন্যাভিগেশন মেনু

লটারিতে মাশরাফিকে পেলো খুলনা


পাঁচ দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের চার দলই মাশরাফিকে পেতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু কে পাবেন, তা নির্ধারণে আগ্রহী দলগুলোকে যেতে হল লটারিতে। ভাগ্যের খেলায় শেষ পর্যন্ত তাকে জিতে নিল জেমকন খুলনা।

ফলে পঞ্চপাণ্ডবের তিনজনই পড়ে গেলেন এক দলে। সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মাশরাফিও এখন খুলনার।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এই লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে জেমকন খুলনার মাশরাফিকে দলে পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।

এদিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অংশ নিতে এদিন সকালে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে মাঠ মাতাতে আর বাধা নেই না মাশরাফী বিন মোর্ত্তজার। বিপ টেস্টে বিসিবির দেয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়েছেন নড়াইল এক্সপ্রেস। বিসিবি থেকে তার বিপ টেস্টের স্কোর না জানালেও টুর্নামেন্টে খেলতে পারবেন বলে জানানো হয়েছে।

পাঁচ দলের অংশগ্রহণে শুরু হওয়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে গোড়ালির ইনজুরির কারণে শুরু থেকে খেলতে পারেননি মাশরাফী।

এমআইআর/ওআ