ন্যাভিগেশন মেনু

বীর মুক্তিযোদ্ধা মেজর শাহ জাকারিয়া আর নেই


বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শাহ জাকারিয়া আর নেই। শুক্রবার (৯ জুলাই) সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

শনিবার (১০ জুলাই) বাংলাদেশ পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর (অবঃ) শাহ জাকারিয়ারের বড় মেয়ে রওনক জাহান সাবরিনা।

তিনি বলেন, ‘বাবাকে বনানী সেনা মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়েছে।’

এ সময় সেনাবাহিনীর একদল চৌকস সদস্যরা এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সর্বশেষ গার্ড অব অনার প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্তি গ্রামে জন্মগ্রহণ করেন মেজর শাহ জাকারিয়ার। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধের পরে তিনি ৫ম ব্যাচে জাতীয় রক্ষীবাহিনীতে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জামালপুরের ১১ নম্বর সেক্টরের অধীনে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তার একমাত্র ছেলে শাহরিয়ার আহমেদ রিজভী এবং দুই মেয়ে রওনক জাহান সাবরিনা ও নওরাজ জাহান তানজিনা।

তার দুই মেয়ের জামাই লেঃ কর্নেল হাফিজুর রায়হান কবির এবং মেজর শরিয়ার আক্তার জাহানও বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

তার স্ত্রী হাসমত জাহান রেখা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুজিবুর রহমান কনকের মেয়ে। মুজিবুর রহমান কনক একজন প্রবীণ সরকারী কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে বরগুনা জেলায় মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানী দখলদার বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎবরণ করেছিলেন।

এইচ এম/এমআইআর/এডিবি