ন্যাভিগেশন মেনু

বুদ্ধিমান মানুষ একা থাকতে পছন্দ করে !


বেশি বুদ্ধিমান মানুষ একা থাকতে চায়। অর্থাৎ যারা যত বেশি বুদ্ধিমান তারা তত বেশি একা থাকতে চান সম্প্রতি এক সমীক্ষায় এমনটি উঠে এসেছে।

১৮ থেকে ২৮ বছর বয়সী প্রায় ১৫ হাজার মানুষের ওপর ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এই গবেষণা চালিয়ে  এমন তথ্য তুলে ধরেছেন।

গবেষণার প্রতিবেদন অনুযায়ী - বুদ্ধিমান মানুষ চুপচাপ নিজের জীবনের লক্ষ্য জয় করতে চান। তাই তারা একটু নিরিবিলি একটু মুখচোরা স্বভাবের হয়ে থাকে।

যাদের ওপর গবেষণা চালানো হয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কোথায় থাকেন, কীভাবে জীবনে খুশি থাকেন, যেখানে থাকেন তারা সেখানে কত লোকের সঙ্গে থাকেন, সেখানকার সামাজিক জীবন কী ধরনের?

গবেষণায় জানানো হয়, যারা বহু মানুষের সঙ্গ পছন্দ করেন না, একটু একা থাকতে চান তারা আর দশজনের চেয়ে কিছুটা হলেও বেশি বুদ্ধিমান। এই মানুষগুলো একা থাকার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ বোধ করেন।