ন্যাভিগেশন মেনু

বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আম্ফান’


ধীরগতিতে এগোচ্ছে আম্ফান। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে প্রবল শক্তি সঞ্চয় করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও সুন্দরবন উপকূল অভিমুখে এগোচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর প্রবল উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফান আগামী দুদিনের মধ্যে প্রলয়ঙ্করী রূপ ধারণ করতে পারে। আগামী বুধবার (২০ মে) সন্ধ্যায় উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে দ্রুতগতিতে পশ্চিমবঙ্গ-দক্ষিণপশ্চিম বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

সিবি/এডিবি