ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে পার্ক করার ঘোষণা দিলেন তাপস


বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করে এর দুই পাড়ে নান্দনিক পার্ক করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাপ্তান বাজারে কসাইখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এ সময় গণমাধ্যমকে মেয়র বলেন, ‘বুড়িগঙ্গাকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করে সেখানে নান্দনিক পরিবেশ, নান্দনিক পার্ক স্থাপন করা হবে। তাহলে এই বর্জ্য থেকে মুক্ত হবো এবং ঢাকাবাসী সুন্দর একটি নান্দনিক পরিবেশ পাবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের মার্কেটগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি মাকের্টগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।’

তাপস আরও বলেন, ‘আপনারা দেখেছেন মশক নিধন কর্মসূচি আমরা বছরব্যাপী গ্রহণ করেছি। ৬ মাস পর পর আমরা মশক নিধন কর্মসূচি পর্যালোচনা করি। ডেঙ্গু রোধে প্রথম অবস্থায় আমরা বেশি জনবল নিয়োগ দিয়েছিলাম। ডেঙ্গু রোধে আমাদের কার্যক্রম সফলতার দাবিদার। বর্তমানে এই কার্যক্রমে বেশি সংখ্যক জনবল প্রয়োজন নেই। তাই তাদেরকে অন্য কাজে লাগানো হবে। তবে আমরা কাউকে ছাঁটাই করছি না।’

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ।

এমআইআর/ওআ