ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গার পানি বেড়ে যাওয়ায় যানবাহন পারাপারে ভোগান্তি বেড়েছে


বুড়িগঙ্গা নদীর পানি বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাটের পুরো এলাকা পানির নিচে ডুবে গেছে। এতে ফেরি পারাপার হতে যাওয়া যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে ফেরিঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া ফেরিতে পারাপার হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিপাকে।

ধারনা করা হচ্ছে, আরেকটু পানি বাড়লে ফেরি চলাচল হয়তো বন্ধ ঘোষণা করা হতে পারে। 

ফেরিতে পার হওয়া এক ট্রাকের চালক বলেন, ফেরিঘাট পানিতে ডুবে যাওয়ায় আমাদের পারাপারে নানা সমস্যা হচ্ছে। পারাপারে ঝুঁকি বাড়ছে। এতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

ফেরিঘাটের পাশের এক দোকানদার জানান, পানি অনেক নিচে থাকে এ ফেরিঘাট। দু’দিন ধরে পানি বাড়ার ফলে ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফেরিঘাট পারাপার হওয়া গাড়ি ও সাধারণ মানুষ। 

সিবি/এডিবি